সিপ্লাস টিভি মানবিক দায়িত্বও পালন করে- আলমগীর অপু

সিপ্লাস টিভি দর্শক ফোরাম দাম্মাম শাখার অভিষেক

চাটগাঁ নিউজ ডেস্ক:  সিপ্লাস টিভির এডিটর ইন চিফ আলমগীর অপু বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি মানবিক, সামাজিক দায়িত্ব পালনেও সি প্লাস টিভি কাজ করছে। সি প্লাস টিভির কাজ শুধু সংবাদ প্রচার নয়। সমাজের অন্যায়,অনিয়ম তুলে ধরার পাশাপাশি শোষিত বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোও গণমাধ্যমের সামাজিক দায়িত্বে পড়ে।

বুধবার ১ জানুয়ারি সৌদি আরবের খোবার এলাকায় তামার রিসোর্টে সিপ্লাস টিভি দর্শক ফোরাম দাম্মাম শাখার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময়, মোহাম্মদ হাসেম বাবুলকে উপদেষ্টা, ডা.আহমেদ সাঈদকে আহবায়ক ও খোরশেদ আলম রুবেলকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ঠ সি প্লাস টিভি দর্শক ফোরাম দাম্মাম শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়। অন্যান্য সদস্যরা হলেন, গিয়াসউদ্দিন আহমেদ,তাহের আলম,রফিকুল ইসলাম,নাছের আহমেদ,নেয়ামত উল্লাহ,তারেক জামান,ইসমাইল শাহ,মাহবুবুর রহমান টিপু ,এরশাদ হোসেন,সাইদুল ইসলাম,মোঃ রাশেদ , মোরশেদুল আলম,সালাম,শাহানা আক্তার শিমু।

বক্তব্যে আলমগীর অপু বলেন, কিছুদিন আগে পটিয়ার অগ্নিদগ্ধ সিএনজি থেকে যাত্রী-চালককে বাঁচাতে গিয়ে চন্দনাইশের তিনজন লোকও অগ্নিদগ্ধ হন। এ ঘটনা অন্য সবার মত আমরাও সংবাদ করেছি। শুধু তাই নয়, সি প্লাস টিভির পক্ষ থেকে প্রত্যেক আহতকে জনপ্রতি ১৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেয়া হয়। এই সংবাদ প্রচারিত হলে আরও অনেকেই আহতদের সহায়তায় এগিয়ে আসে।

তিনি আরও বলেন, সিপ্লাস টিভি দর্শক ফোরাম গঠন করার পেছনে একটা স্বপ্ন রয়েছে। আমি আমার স্বপ্নকে সবার সাথে শেয়ার করতে চাই। সবার সহযোগিতায় সি প্লাস টিভির উছিলায় জনকল্যাণমূলক কাজ করতে চাই। যেমন বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুযোগের সময় প্রবাসী ভাইয়েরা সেবামূখী কিছু কাজ করতে চান। কিন্তু এক্ষেত্রে প্রবাসীর পাঠানো টাকা দেশে আসতে আসতে বলতে গেলে হাতে হাতে ভাগ হয়ে যায়। জনকল্যাণের জন্য পাঠানো টাকায় সাধু নামধারী কিছু অসাধুর পকেট ভারী হয়। তবে আপনারা যদি সি প্লাস টিভি’র মাধ্যমে এমন কার্যক্রম পরিচালনা করতে চান। তাহলে এক্ষেত্রে কোন ধরণের অসততা হবে না বলে শতভাগ নিশ্চিত থাকতে পারেন। হাসপাতাল, দাতব্য চিকিৎসালয়, শিক্ষাসহ যেকোন জনকল্যাণমূখী কাজ বাংলাদেশে পরিচালনার জন্য আমরা সিপ্লাস টিভি প্রবাসী ভাইদের পাশে থাকবে।

চাটগাঁ নিউজ/ইউডি  

Scroll to Top