চাটগাঁ নিউজ ডেস্ক : গত ২৭ জানুয়ারি সি প্লাস টিভি সম্প্রচারিত ‘চন্দনাইশ সাব-রেজিস্ট্রার শর্মি পালিতের দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন’ শিরোনামের একটি ভিডিও প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
২৮ জানয়ারি পাঠানো লিখিত প্রতিবাদে তিনি বলেন, প্রতিবেদনটি অসম্পূর্ণ অনুসন্ধান, মিথ্যা-বানোয়াট, একপাক্ষিক ও অবমাননাকর তথ্যাদি দ্বারা ভুলভাবে উপস্থাপিত হয়েছে। সাব-রেজিস্ট্রারের নাম উল্লেখপূর্বক এ ধরনের স্পর্শকাতর প্রতিবেদন প্রকাশের পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কোনো প্রকার যোগাযোগ করা হয়নি এবং সংবাদ সর্ম্পকে অফিসারের ব্যাখ্যাও দাবি করা হয়নি।
আরও উল্লেখ করা হয়, প্রতিবেদনের রিপোর্টার এস এ চৌধুরী ফয়সাল প্রতিবেদনটি অসংখ্যবার শেয়ার করা উপজেলার বিশিষ্ট নাগরিকসহ মোট ৯১ জনকে ট্যাগ করেছেন।
এ ঘটনারও তীব্র নিন্দা জানিয়ে তিনি দাবি করেন, সংবাদটি মিথ্যা ও উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা হয়েছে এবং তার সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে।