সিলেটে সরকারি জায়গা দখলে দুপক্ষের সংঘর্ষ, আহত ৭

চাটগাঁ নিউজ ডেস্ক: সিলেটে সরকারি জায়গা দখলে নিতে দখলদার ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছেন অন্তত ৭ জন। শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত সিলেট নগরীর সাগরদীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়,সিলেটে রাজনৈতিক দলের পরিচয়ে সরকারি জায়গা দখল করে অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগ এনে স্থানীয়রা জায়গাটি দখলমুক্ত করতে গেলে দখলকারীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষকালে বিক্ষুব্ধ জনতা একটি টিনের ঘর ভাংচুর ও একটি এক তলা ঘর ও চারটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক দলের নামে নেতাকর্মীরা সিলেট নগরের সাগরদীঘির পাড় এলাকায় মৎস্য অধিদপ্তরের জায়গা দখল করে ‘ড্রীম সিটি’ নামে একটি বসতঘর তৈরি করে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলো। এর প্রেক্ষিতে শুক্রবার জুমার নামাজ পরবর্তী সময়ে স্থানীয়রা সেই স্থানে গেলে সেখানে থাকা কিছু যুবক ও নারী স্থানীয়দের ধাওয়া দেন। এসময় স্থানীয়রা তাদের উপর ‘ককটেল’ ও গুলি ‘ছুড়া’ হয়েছে এমন অভিযোগ করলে সাগর দিঘীর পার এলাকার মানুষ একত্রিত হয়ে পালটা ধাওয়া দেন। এসময় জায়গার দখলে থাকা অবস্থানকারীরা সেখান থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আশরাফ উল্যাহ তাহের জানান, মৎস্য বিভাগের সরকারি জায়গা বিভিন্ন সময়ে বিভিন্ন চক্র রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে দখল করে রাখা হয়েছিল। যেখানে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হতো। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ সরকারি জায়গা দখলকারী চক্রকে নির্মূল করতে সক্ষম হয়েছে।

চাটগাঁ নিউজ/ইউডি 

Scroll to Top