সিলেটকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে তালিকার শীর্ষে চট্টগ্রাম
বিপিএল-২০২৬

ক্রীড়া ডেস্ক: নাঈম শেখ ও অ্যাডাম রসিংটনের ঝড়ো ব্যাটিংয়ে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। মাত্র ২৪ বল হাতে রেখেই ১২৬ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে দলটি। টুর্নামেন্টে এটি চট্টগ্রামের টানা তৃতীয় জয়, ফলে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও শক্ত করেছে তারা।

অন্যদিকে দুই জয়ে সিলেট স্ট্রাইকার্স অবস্থান করছে তালিকার চতুর্থ স্থানে। এর আগে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষেও ১০ উইকেটের বড় জয় পেয়েছিল চট্টগ্রাম।

১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় চট্টগ্রাম। ওপেনিং জুটিতে নাঈম শেখ ও অ্যাডাম রসিংটন যোগ করেন ১১৫ রান। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে দলটি তোলে ৫২ রান।

১০ ওভার শেষে স্কোর দাঁড়ায় বিনা উইকেটে ৯৩। রসিংটন ৩৭ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। ১১.২ ওভারে দলীয় শতক স্পর্শ করে চট্টগ্রাম। এরপর ৩৩ বলে ফিফটি করেন নাঈম।

তবে জয়ের দ্বারপ্রান্তে এসে আউট হন এই ওপেনার। রাহাতুল ফেরদৌসের বলে লং অনে ক্যাচ দিয়ে ফিরেছেন নাঈম। তার ব্যাট থেকে আসে ৩৭ বলে ৫২ রান। শেষদিকে কোনো বিপদ ছাড়াই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রসিংটন ও সাদমান ইসলাম। রসিংটন অপরাজিত থাকেন ৫৩ বলে ৭৩ রানে, সাদমান খেলেন ছয় বলে ৩ রানের ছোট ইনিংস।

এর আগে একাদশে তিনটি পরিবর্তন নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে সিলেট স্ট্রাইকার্স। ওপেনার হিসেবে নামলেও ব্যর্থ হন মেহেদী হাসান মিরাজ। দ্রুত ফিরে যান হযরতউল্লাহ জাজাই, জাকির হাসান ও ইথান ব্রুকস। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই পাঁচ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে স্বাগতিকরা।

এরপর দলকে টানার চেষ্টা করেন পারভেজ ইমন ও আজমতউল্লাহ ওমরজাই। তবে রানের গতি বাড়াতে পারেননি তারা। ইমন ২২ বলে ১৭ রান করে আমের জামালের বলে আউট হন। অন্যপ্রান্তে দাঁড়িয়ে ৪১ বলে ৪৪ রানের লড়াকু ইনিংস খেলেন ওমরজাই।

শেষদিকে রাহাতুল ফেরদৌস ১৭ ও নাসুম আহমেদ ১৩ রান যোগ করলেও বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ১২৬ রান।

চট্টগ্রামের বোলিংয়ে সমান সফল ছিলেন মির্জা তাহির বেগ ও মেহেদী। দুজনেই দুটি করে উইকেট তুলে নেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top