সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল শ্রীলংকা

ক্রীড়া ডেস্ক: শ্রীলংকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে জিতে সমতা আনে টাইগাররা। আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রথমে ব্যাট করেছে লংকানরা। যেখানে বাংলাদেশের সামনে ২৮৬ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে স্বাগতিকরা।

পাল্লেকেলেতে আজ আজ টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছিল শ্রীলংকা। যদিও শুরুতেই ওপেনার নিশান মাদুশকাকে ফিরিয়ে দারুণ সূচনা এনে দেন তানজিম হাসান সাকিব। দ্বিতীয় উইকেটে পাথুম নিশাঙ্কা ও কুশল ৫৬ রানের জুটি গড়েন। ৬৯ রানের মাথায় নিশাঙ্কাকে (৪৭ বলে ৩৫) ফিরিয়ে জুটি ভাঙেন আগের ম্যাচে ৫ উইকেট নেওয়া তানভির ইসলাম।

সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি কামিন্দু মেন্ডিস। ২০ বলে ১৬ রান করে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। ১০০ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়েন কুশল ও আসালঙ্কা। দারুণ ব্যাটিংয়ে চতুর্থ উইকেটে ১২৪ রান যোগ করেন এই দুজন।

এরই মধ্যে সেঞ্চুরি পূর্ণ করেন কুশল মেন্ডিস। ওয়ানডেতে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়। ২০১৭ সালে ডাম্বুলায় আগের সেঞ্চুরিটি করেছিলেন তিনি। এছাড়াও কুমার সাঙ্গাকারা (৩০৯০), ব্রেন্ডন টেলর (২৮৭৩) ও হ্যামিল্টন মাসাকাদজার (২৪৪৯) পর বাংলাদেশের বিপক্ষে সব সংস্করণ মিলিয়ে ২ হাজার রান পূর্ণ করেছেন কুশল মেন্ডিস।

শেষ পর্যন্ত তিনে নেমে ১১৪ বলে ১২৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে থেমেছেন কুশল। দারুণ এই ইনিংস খেলার পথে ১৮টি চার হাঁকিয়েছেন তিনি। অধিনায়ক আসালঙ্কা ৬৮ বলে ৫৮ রান করে আউট হয়েছেন। শেষদিকে ওয়ানিন্দু হাসারাঙ্গার ১৪ বলে ১৮ রানে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রানে থামে শ্রীলংকা।

ইনিংসে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ১০ ওভারে ৪৮ রানের বিনিময়ে ২ উইকেট নেন তিনি। সমান ওভারে সমান উইকেট শিকার করা তাসকিন আহমেদের খরচা ৫১ রান। একটি করে উইকেট নিয়েছেন তানভির ইসলাম, তানজিম হাসান সাকিব ও শামিম হোসেন পাটোয়ারি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top