ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে এগিয়ে থেকেও হেরেছে টাইগাররা। তবে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে বলে মনে করেন শ্রীলঙ্কার প্রধান কোচ সনাৎ জয়সুরিয়া।
বাংলাদেশকে অভিজ্ঞ দল মনে করেন জয়সুরিয়া। দ্বিতীয় ওয়ানডের আগে আজ সংবাদ সম্মেলনে লঙ্কান এই কোচ বলেন, ‘তারা (বাংলাদেশ) অনেক ক্রিকেট খেলেছে। অবশ্যই তারা বাউন্স ব্যাক (কামব্যাক) করতে পারে।’
প্রথম ওয়ানডেতে রিশাদ হোসেন ছিলেন না দলে। দ্বিতীয় ম্যাচে তিনি ফিরতে পারেন। এই লেগি লঙ্কানদের জন্য হুমকি হতে পারে। জয়সুরিয়া বলেন, ‘বাংলাদেশ দল নিয়ে আসলে আমি কথা বলতে পারি না, আমি জানি না (তাদের ব্যাপারে)। শেষ যে একাদশের বিপক্ষে খেললাম, তারা অনেক অভিজ্ঞ দল। অনেক অভিজ্ঞতা আছে তাদের।’
‘তারা যে দলই খেলাক, তাদের বিরুদ্ধেই আমাদের খেলতে হবে। আমাদের প্লেয়াররা এখন আত্মবিশ্বাসী আছে। তবে আমরা এটাকে সব ধরে নিতে পারি না। আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, যদি আমরা বাংলাদেশের বিপক্ষে জিততে চাই।’
প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় নিয়ে জয়সুরিয়া বলেছেন, ‘ক্রিকেটে যেকোনো কিছুই হতে পারে। আমরা যেভাবে বাংলাদেশকে চাপ দিয়েছিলাম, সেটা জরুরি ছিল। বাংলাদেশ প্রথম ১৫ ওভারে দারুণ খেললেও আমরা ভেঙে পড়িনি।’
চাটগাঁ নিউজ/জেএইচ