চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) আগামী রবিবার (২৬ অক্টোবর) শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘১৭তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ২০২৫’।
এতে অংশ নেবেন ভারত, যুক্তরাজ্য, বাংলাদেশসহ ছয় দেশের প্রায় ৫০০ গবেষক। সম্মেলনে তাঁরা ১৬০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।
স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উন্নয়নে স্থল ও জলজ বাস্তুতন্ত্রের সমন্বয়কে সামনে রেখে এ বছরের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘ট্রান্সডিসিপ্লিনারি ইন্টিগ্রেশন অব টেরেস্ট্রিয়াল অ্যান্ড অ্যাকোয়াটিক ইকোসিস্টেমস ফর অ্যাডভান্সিং হেলথ, ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন’।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান এসব তথ্য জানান।
সম্মেলনে মিডিয়া কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এ কে এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিভাসু’র পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দিন, পরিচালক (ওয়ান হেলথ ইনস্টিটিউট) প্রফেসর ড. মো. আহসানুল হক, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম, প্রফেসর ড. মো. রায়হান ফারুক এবং প্রফেসর ড. মো: মিজানুর রহমান।
লিখিত বক্তব্যে উপাচার্য ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, সিভাসুর ওয়ান হেলথ ইনস্টিটিউট, পোল্ট্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার এবং ফ্লেমিং ফান্ডের অর্থায়নে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল, ভিয়েতনাম, থাইল্যান্ড ও যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে গবেষকরা অংশ নেবেন।
তিনি বলেন, এবারের সম্মেলনের ১৬০টি গবেষণা প্রবন্ধ প্রাণিসম্পদ, ব্লু ইকোনমি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, পোষাপ্রাণীর স্বাস্থ্য, ওয়ান হেলথ ব্যবস্থা ও জেনেটিক গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে। ২০০৩ সাল থেকে সিভাসু নিয়মিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের আয়োজন করে আসছে। এবারের আয়োজন হবে গবেষণা, সহযোগিতা ও আন্তর্জাতিক সংযোগের এক অনন্য প্ল্যাটফর্ম, যোগ করেন উপাচার্য।
সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য সম্মেলনের উদ্বোধন করবেন সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি থাকবেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলিমুল ইসলাম ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য মো. আখতার হোসেন খান।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
সম্মেলন চলাকালে বিশ্ববিদ্যালয় চত্বরে উন্মুক্ত থাকবে গবেষণা ও প্রযুক্তি প্রদর্শনী। এখানে বিশ্ববিদ্যালয়ের ২০টি বিভাগ, ওয়ান হেলথ ইনস্টিটিউট, ভেটেরিনারি হাসপাতাল, পোল্ট্রি রিসার্চ সেন্টারসহ বিভিন্ন ফার্মাসিউটিক্যাল ও ফিড কোম্পানির স্টল থাকবে।
চাটগাঁ নিউজ/এসএ