‘সিপ্লাসে’ সংবাদ প্রচারের পর বেহাল সড়কের হাল ধরলো চসিক

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকার গুরুত্বপূর্ণ সড়ক সিএন্ডবি-বিএফআইডিসি সড়ক। শিল্প ও বাণিজ্যিক এলাকার (বিসিক শিল্পনগরী) সড়ক হওয়া সত্বেও দীর্ঘদিনের সংস্কারের অভাবে বেহাল দশা যেন দেখার কেউ ছিল না!

এমতাবস্থায় গত ১২ জুলাই চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়কটি নিয়ে ‘সিপ্লাস’ টিভিতে সংবাদ প্রচার করলে ঘুম ভাঙে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সংবাদ প্রচারের ৩ দিনের মধ্যে কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

ফলে উক্ত রাস্তা দিয়ে নিত্য চলাচল করা বিভিন্ন যানবাহনের ড্রাইভার ও স্থানীয়দের মাঝে ফিরে এসেছে স্বস্তি। তাইতো কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে সিপ্লাস টিভি এবং চসিক কর্তৃপক্ষকে।

বিস্তারিত সিপ্লাস টিভিতে………………….

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top