সিপ্লাসটিভির সাংবাদিকের ওপর হামলা, গ্রেফতার ১

চাটগাঁ নিউজ ডেস্ক : ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী হাছান মাহমুদের বাসভবনে সিপ্লাসটিভির সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত পলাশ সরকার (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ এপ্রিল) ভোরে নগরের দেওয়ানবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার পলাশ সরকার বরিশালের আগৈলঝরা থানার বিল্লাগ্রামের ডাক্তার বাড়ির নিমাই সরকারের ছেলে। তিনি বর্তমানে চট্টগ্রামে মাছুয়া ঝর্ণা এলাকায় বসবাস করেন।

এর আগে, গত ১৫ এপ্রিল বিকেলে চট্টগ্রাম নগরের দেওয়ানজী পুকুর পাড় এলাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের ২২তলা বহুতল ভবনে সংবাদ সংগ্রহ করতে গেলে চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন টিভি চ্যানেল সিপ্লাসটিভির সাংবাদিকদের উপর অতর্কিত হামলা করা হয়।এসময় সিপ্লাসটিভির সংবাদকর্মী হুছাইন আব্বাস ও চিত্রগ্রাহক মোহাম্মদ শরিফ গুরুতর আহত হন। এ ঘটনায় আহত হুছাইন আব্বাস বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো সাতজনকে আসামি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার পুলিশের উপ-পরিদর্শক খায়রুল বাশার সাজিদ বলেন, গ্রেফতার ‌পলাশ ঘটনার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জানা গেছে, ৫ আগস্ট পরবর্তী পালিয়ে থাকা নিষিদ্ধ সংগঠনের বেশকিছু নেতাকর্মীরা হাছান মাহমুদের ভবনের আন্ডারগ্রাউন্ডে এবং গ্লোরিয়ার্স ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রিজ নামের একটা প্রতিষ্ঠানে আড্ডা জমায় এবং এবং দেশে নাশকতা তৈরি করতে সেখানে বসে পরিকল্পনা করেন। এ বিষয়ে তথ্য সংগ্রহ করার জন্য সিপ্লাসটিভির টিম ঘটনাস্থলে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ওই প্রতিষ্ঠান থেকে কার্টুনভর্তি মালামাল সরিয়ে নিয়ে যাওয়ায় হয়। যা নিয়ে স্থানীয়দের কাছে প্রশ্ন উঠে, ওই কার্টুনে এমন কি ছিলো যা সাংবাদিক দেখে তাৎক্ষণিক সরিয়ে নিয়ে যেতে হলো?

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top