সিপ্লাসটিভির সম্পাদক আলমগীর অপুর শাশুড়ির দাফন সম্পন্ন

চাটগাঁ নিউজ ডেস্ক : মরহুম আবুল বশরের স্ত্রী এবং সিপ্লাসটিভি ও চাটগাঁ নিউজের প্রধান সম্পাদক আলমগীর অপুর শাশুড়ি নুরজাহান বেগমের দাফন সম্পন্ন হয়েছে।

আজ সোমবার (১১ আগস্ট) বাদে মাগরিব নগরীর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সুন্নিয়া মাদ্রাসার আলমগীর খানকার পাশে কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজায় ইমামতি করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া দায়েম নাজির জামে মসজিদের খতিব মাওলানা আবুল আসাদ মুহাম্মদ যুবাইয়ের রজবি।

এর আগে সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় নগরীর পূর্ব ষোলশহর শ্যামলী আবাসিক এলাকার নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি।

দুই পুত্র ও সাত কন্যা সন্তানের জননী মরহুমা নুরজাহান বেগমের জানাজায় ষোলশহর শ্যামলী আবাসিক এলাকাবাসী, মরহুমার পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন এবং বিপুল সংখ্যক মুসল্লি জানাজায় অংশ নেন। জীবদ্দশায় তিনি নেককার ও পরহেজগার মহিলা হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমা নুরজাহান বেগম প্রায় এক বছর ধরে দুরারোগ্য ব্যাধী ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top