সিটি গেটে গার্মেন্টস গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৬ ইউনিট

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার সিটি গেট সংলগ্ন গার্টেক্স গার্মেন্টস লিমিটেডে নামে একটি গার্মেন্টস কারখানার গুদামে আহুন লেগেছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

আজ বুধবার (১২ জুন) সকাল পৌনে ১১টার দিকে গার্মেন্টসটি গুদামে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছেন গার্মেন্টস সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানায়, আগুন লাগার সংবাদ আমরা পেয়েছি। আমাদের আগ্রাবাদ অফিস থেকে দুই ইউনিট ঘটনাস্থলে গেছে। তাদের প্রয়োজন হলে আরও ইউনিট পাঠানো হবে।

.

স্থানীয়রা জানায়, সকালে গার্মেন্টসের গুদাম থেকে বের হওয়া ধোঁয়ায় পুরো এলাকা ছড়িয়ে পড়ে। গার্মেন্টস থেকে বের হয়ে শ্রমিকরা ভিড় করে আশপাশে। তবে পুরুষকর্মীরা আগুন নেভানোর চেষ্টায় ব্যস্ত। অন্যসব কর্মী ও স্থানীয়দের চোখে মুখে ভয় ও আতঙ্কের ছাপ। পাশে থাকা মোস্তফা হাকিম কিন্ডার গার্টেন স্কুলে বাজিয়েছে ছুটির ঘণ্টা।

গার্মেন্টসটির নিরাপত্তা কর্মী বিশ্বেন্দ্র দাশ বলেন, ‘গার্মেন্টসের গুদামে আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। আমাদের লোকজন ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করছে। মনে হচ্ছে, কারেন্টের (বৈদ্যুতিক) শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছে। গুদামে সব ইন্টেক (নতুন) কাপড় বাইরে পাঠানোর আগে রাখা হয়। গুদামভর্তি সব কাপড় পুড়ে গেছে।

চাটগাঁ নিউজ/এসআইএস

Scroll to Top