সিঙ্গাপুর নিয়েও বাঁচানো গেল না ওসমান হাদিকে

চাটগাঁ নিউজ ডেস্ক: দুর্বৃত্তদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত আনুমানিক সাড়ে ৯টায় তার মৃত্যু হয়। ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে মৃত্যুর এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে গত সোমবার দুপুরে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানেই আজ সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন/জেএইচ

Scroll to Top