স্পোর্টস ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে টানা দুই ম্যাচে হেরে আগেই মূল পর্বে খেলার স্বপ্ন ভেঙে গিয়েছিল বাংলাদেশের। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরকে ৪-১ গোলে উড়িয়ে জয় দিয়েই টুর্নামেন্ট শেষ করেছে লাল-সবুজের যুবারা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভিয়েতনামের ভিয়েত ত্রি স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের এই ম্যাচে প্রথমার্ধে কিছু সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় তারা, গতি বাড়ায় আক্রমণে।
ম্যাচের ৭০তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করে ‘ডেডলক’ ভাঙেন ফাহামিদুল। মাত্র দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আল আমিন।
এরপর ৮০তম মিনিটে প্রতিপক্ষের কর্নার থেকে বল দখলে নিয়ে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে বাংলাদেশ। সতীর্থের ক্রস ডি-বক্সে পেয়ে কোনাকুনি শটে গোল করেন মহসিন আহমেদ। ৮২ মিনিটে শেখ মোরসালিন ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে স্কোরলাইন করেন ৪-০।
অতিরিক্ত সময়ে সিঙ্গাপুরের হয়ে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন নাদিম রাহিম।
এর আগে প্রথম ম্যাচে ভিয়েতনামের কাছে ২-০ গোলে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ইয়েমেনের বিপক্ষে ৯০ মিনিট পর্যন্ত সমতায় থাকলেও শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে হেরে যায় তারা। এই হারের মাধ্যমেই মূল পর্বের আশা শেষ হয়ে যায় জামাল ভুঁইয়ার উত্তরসূরিদের।
প্রসঙ্গত, মোট ১১টি গ্রুপের চ্যাম্পিয়ন দল এবং সেরা চারটি রানার্সআপ দল খেলবে ২০২৬ সালের জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠেয় মূল পর্বে।
২০২৪ সালের বাছাই পর্বে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। সেবার থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপিন্সের বিপক্ষে টানা তিন ম্যাচ হেরে গ্রুপের তলানিতে থেকে বিদায় নিয়েছিল তারা। তবে এবার অন্তত একটি জয় তুলে নিয়ে গ্রুপে তৃতীয় হয়ে কিছুটা হলেও সম্মান রক্ষা করল বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দল।
গ্রুপ ‘সি’-তে দুই ম্যাচে দুই জয় নিয়ে শীর্ষে রয়েছে স্বাগতিক ভিয়েতনাম। দ্বিতীয় স্থানে আছে ইয়েমেন। একই দিন রাতে এই দুই দলের মধ্যেই নির্ধারিত হবে গ্রুপ চ্যাম্পিয়নের ভাগ্য।
চাটগাঁ নিউজ/এমকেএন