সিএমপি কমিশনারের বিবৃতি প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম সিইউজের

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের দেওয়া বিবৃতি প্রত্যাহারে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নেতৃবৃন্দ। এসময় পুলিশের অনিয়ম-দুর্নীতি জনসম্মুখে তুলে ধরার পথ রুদ্ধ করতেই সিএমপি কমিশনার ঢাকঢোল পিটিয়ে গণমাধ্যমকর্মীদের হুমকি দিচ্ছেন বলেও মন্তব্য করেন সিইউজে নেতারা।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে নগরীর এসএস খালেদ রোডে সাংবাদিক ও সাংবাদিকতার বিরুদ্ধে সিএমপি কমিশনারের সাম্প্রতিক হুমকি, বেআইনী ও অশিষ্টতাপূর্ণ আচরণের প্রতিবাদে সিইউজের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন রিয়াজ হায়দার চৌধুরী। যেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমের প্রায় শতাধিক সংবাদকর্মী।

এসময় রিয়াজ হায়দার চৌধুরী বলেন— ‘আমরা কোন পুলিশ কর্তার বিরুদ্ধে রাস্তায় দাঁড়াইনি। কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধেও দাঁড়াইনি। আমরা দাঁড়িয়েছি আমাদের সহকর্মীর প্রতি একজন পুলিশ কর্মকর্তার হুমকির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। যখনই আমাদের অধিকারের প্রশ্ন এসেছে আমরা যুৎবদ্ধভাবে কাজ করেছি।

অবিলম্বে পুলিশ কমিশনারের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের উদ্যোগ না দিলে চট্টগ্রামের সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে সংগ্রামী কর্মসূচি পালন করা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সিইউজের সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, আমরা আপনার কাছ থেকে সাংবাদিকতা শিখতে রাজি নই। আমরা আমাদের প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে মানুষকে অবহিত করতে সাংবাদিকতা করি। তিনি সিএমপি কমিশনারের বক্তব্যকে ‘অশিষ্ট ও বেআইনী’ আখ্যা দিয়ে এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

সিইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন— বিএফইউজের সহ-সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সাইদুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিটের প্রধান গাজী টিভির সিনিয়র রিপোর্টার তৌহিদুল আলম, টিভি রিপোর্টার্স নেটওয়ার্কের যুগ্ম আহ্বায়ক এ কে আজাদ, বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য প্রণব বড়ুয়া অর্ণব, মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আবির আহমেদ, ভুক্তভোগী সাংবাদিক চ্যানেল ২৪’র প্রতিবেদক এমদাদুল হক, দৈনিক আমাদের সময়ের ব্যুরো প্রধান হামিদ উল্লাহ, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিব প্রমুখ।

এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন— সিইউজের সহ-সভাপতি স ম ইব্রাহিম, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির সভাপতি খোরশেদুল আলম, ডেইলি স্টারের ব্যুরো প্রধান শিমুল নজরুল, বিএফইউজের নির্বাহী সদস্য আজহার মাহমুদ, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুনা আনসারি, একুশে টিভির ব্যুরো প্রধান হাসান ফেরদৌস, চট্টগ্রাম টিভি রিপোর্টার্স নেটওয়ার্কের আহ্বায়ক জিয়াদ আহমেদ, চট্টগ্রাম প্রেসক্লাবের প্রচার সম্পাদক খোরশেদুল আলম, সিইউজের প্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম, নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম, সিইউজের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক ইফতেখার ফয়সাল প্রমুখ।

এদিকে, সাংবাদিকদের বিরুদ্ধে সিএমপি কমিশনারের বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ), চট্টগ্রামের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মিয়া আলতাফ।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top