সিএমপি কমিশনারের বার্তা ক্ষমতা প্রদর্শনের— সিটিআরএন

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের দুর্নীতি ও অনিয়ম নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরে সংবাদ প্রচারের পর কমিশনার হাসিব আজিজের দেওয়া বিবৃতি প্রতিবাদের আড়ালে ক্ষমতা প্রদর্শনের চেষ্টা বলে মন্তব্য করেছে ‘চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক’।

তাঁর এমন কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে উল্লেখ করে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি।

বুধবার গণমাধ্যমে পাঠানো সংগঠনটির আহ্বায়ক হোসাইন জিয়াদ, যুগ্ম আহ্বায়ক একে আজাদ এবং সদস্য আরিচ আহমেদ শাহ, ফখরুল ইসলাম, সৈয়দ তাম্মিম মাহমুদ, ফেরদৌস লিপি ও শহিদুল সুমন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়— ‘গণমাধ্যমের কাজ হলো জনস্বার্থে তথ্য সংগ্রহ ও জনগণের সামনে উপস্থাপন করা। দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের সাংবিধানিক ও আইনি অধিকার। এর ফলে কারও ভাবমূর্তি ক্ষুণ্ন হলে তা তাদের কার্যকলাপের ফল, সাংবাদিকতার নয়’।

বিবৃতিতে আরো বলা হয়— সাংবাদিকদের বিরুদ্ধে ভয়ভীতি, হুমকি বা অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে এবং দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করে। একইসাথে সরকারের মুক্ত গণমাধ্যম নীতিরও পরিপন্থী।

সংগঠনটির দাবি, সংবাদ প্রচারের পর সেটি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা থাকলেও সাংবাদিকদের ওপর দায় চাপিয়ে অনিয়ম আড়াল করার প্রবণতা উদ্বেগজনক। কমিশনারের দেয়া বিবৃতিকে তারা ঢালাও, তথ্যপ্রমাণবিহীন ও ক্ষমতা জাহিরের প্রচেষ্টা বলেও উল্লেখ করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে তথ্য যাচাই বা প্রাপ্তির ক্ষেত্রে সিএমপির বিভিন্ন স্তরে সাংবাদিকরা অসহযোগিতার মুখে পড়ছেন, যা সঠিক তথ্য পরিবেশনে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে।

টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে— সাংবাদিক সমাজ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে এবং ভবিষ্যতেও জনস্বার্থে নির্ভীকভাবে কাজ করবে। তবে পুলিশ কমিশনারের হুমকিমূলক বিবৃতি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। অন্যথায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top