সিএমপির নাকের ডগায় ড. ইউনূসের কুশপুত্তলিকা, জানেনা পুলিশ!

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারের ওয়াসা মোড় অংশে দিনভর ঝুলতে দেখা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি কুশপুত্তলিকা।

যেখানে লেখা ছিল— ‘ইউনূসের আবিষ্কার ধর্ষণ আর বলাৎকার’।

সিএমপির নাকের ডগায় ঘটে যাওয়া এমন কাণ্ডে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে সাধারণ জনগণের মধ্যে। স্থানীয়রা বলছেন সকাল থেকেই ওই কুশপুত্তলিকা ঝুলতে দেখেছেন তারা। তবে কে বা কারা এটি ঝুলিয়েছে বিষয়টি কেউ জানে না। এ বিষয়ে পুলিশও অবগত নয় বলে স্বীকার করেন।

বুধবার (২৬ মার্চ) বিকেল ৫ টার দিকেও সরজমিনে গিয়ে দেখা যায়, আখতারুজ্জামান ফ্লাইওভারের ওয়াসার মোড় অংশে কুশপুত্তলিকাটি ঝুলছিল। যার বুকে সাদা কাগজে লাল কালিতে লিখা ছিল ড. ইউনুসের নাম এবং মুখে লাগানো ছিল ড. ইউনুসের ছবি। এ নিয়ে কৌতূহলের কমতি ছিলনা স্থানীয়দের।

এর মধ্যে কুশপুত্তলিকাটির ছবি সহকারে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নূরুল আজিম রনি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি লেখেন— ‘ধর্ষ’কের পিতার কুশপুত্তলিকা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ঝুলিয়ে দিয়েছে বিপ্লবী জনতা। ধ’র্ষণ- নারী, শিশু নি’র্যাতনের প্রতিবাদ চলতে থাকুক। সারাদেশের এলাকায় এলাকায় ঝুলিয়ে দেওয়া হোক।’

জানতে চাইলে বিষয়টি নিয়ে নগরীর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন ‘চাটগাঁ নিউজ’কে বলেন— এই কুশপুত্তলিকার কথা আমি শুনেছি, ফেসবুক পোস্টেও দেখেছি। এর পরপরই আমি টহল টিম পাঠিয়েছি, তবে আমরা কিছুই খুঁজে পাইনি। তার আগে সম্ভবত এটি কেউ সরিয়ে ফেলেছে। কারা লাগিয়েছে সেটি আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।

চাটগাঁ নিউজ/এইচএস/জেএইচ

Scroll to Top