চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আরও ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে নগর পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—মো. মাহাবুবুর রহমান (৫২), ফাতেমা বেগম (৩৮), মো. আতিকুর রহমান (৩২), মো. আরিফ (২৯), মো. জাহাঙ্গীর আলম (৪৩), সুমন প্রকাশ আনোয়ার (৩০), অনু হাসান প্রকাশ অনু (২৫), খায়ের মোহাম্মদ রাহুল (২৬), মো. আমির হোসেন আকাশ ওরফে বাবু (২৫), মো. ফয়সাল (৩৩), আবলু বশর (৫২), শাকিল হোসেন (২৭), এরমান (২৫), মানিক (৪৫), নজরুল ইসলাম, তৌহিদুল ইসলাম তানভীর (২০), মোহাম্মদ শুভ (২৩), ফারুক রহমান (৩৪), মোহাম্মদ জুনায়েদ (২৩), আল আমিন (২৫), রনি (২৪) ও জাহিদুল ইসলাম সাকিব (২৫)।
এছাড়াও গ্রেপ্তারদের মধ্যে আছেন—মো. নিজাম উদ্দিন (৫২), মো. মাঈনুর ইসলাম মামুন প্রকাশ রনি (২০), জামাল (২৬), মোহাম্মদ সরওয়ার (৩৭), মো. আমিন গাজী (২৪), মো. ইমাম হোসেন প্রকাশ আরকাব (২১), মো. রাব্বি (২২) ও মো. মনির হোসেন আবির (৩৫)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১ মার্চ রাত ১২টার আগ পর্যন্ত বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা সহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন