চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশের বিভিন্ন ইউনিটের চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আর সিএমপি থেকে বদলি করা হচ্ছে দুই কর্মকর্তাকে।
সোমবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
তারা হলেন—ঢাকার এসবির অতিরিক্ত পুলিশ সুপার জিএম মনজুর রহমান, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, খুলনার পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম রুহুল কুদ্দুস। তাদের সঙ্গে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম সিএমপিতে এডিসি (অতিরিক্ত পুলিশ কমিশনার) হিসেবে যোগ দেবেন।
এদিকে সিএমপির এডিসি গাজী রবিউল ইসলাম ও পংকজ দত্তকে সিএমপি থেকে বদলি করা হয়েছে। তাদের দুজনকেই পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তারাও সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত।
চাটগাঁ নিউজ/জেএইচ