সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষীদাতা আটক

চাটগাঁ নিউজ ডেস্ক : বিগত সরকারের আমলে মানবতাবিরোধী মামলায় দণ্ডপ্রাপ্ত ও ফাঁসি কার্যকর হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্যদানকারী মুক্তিযোদ্ধা নুরুল আবছারকে (৭৬) আটক করে পুলিশে দিয়েছেন কক্সবাজারের রামুর স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিমপাড়ার আবদুল গনি মাঝির বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি দীর্ঘ দিন ধরে ওই বাসায় আত্মগোপনে রয়েছেন বলে এলাকাবাসীর দাবি।

আটক নুরুল আবছার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দনপুরা গ্রামের মৃত কাজী মো. জাবেদের পুত্র। তিনি সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার ১০ নং সাক্ষীদাতা ছিলেন।

কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, এলাকাবাসীদের নিয়ে বাড়ি ঘেরাও করে তাকে আটক করে রামু থানায় সোপর্দ করি আমরা। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দনপুরা এলাকার মৃত কাজী মো. জাবেদের ছেলে বলে স্বীকার করেছেন।

বিষয়টি নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, তিনি রামু থানার জিম্মায় রয়েছেন। রাঙ্গুনিয়া থানায় তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে। তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়ে বিতর্কিত হন নুরুল আবছার। তাকে আটকের ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ/এসএ

Scroll to Top