রাউজান প্রতিনিধি : পুষ্পার্ঘ্য অর্পণ, জেয়ারত, ফাতেহা ও মেজবানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে রাউজানে প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছে প্রখ্যাত পার্লামেন্টরিয়ান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ৯ম শাহাদাৎ বার্ষিকী।
শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৮টা হতে রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি, চট্টগ্রাম মহানগরসহ সারা দেশ থেকে প্রায় অর্ধলক্ষাধিক বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সাধারণ জনতা রাউজান উপজেলার গহিরাস্থ সালাউদ্দিন কাদের চৌধুরীর গ্রামের বাড়িতে উপস্থিত হয়ে মরহুমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও জেয়ারত শেষে ফাতেহা-মেজবানে অংশ নেন।
এই অনুষ্ঠানটি দীর্ঘ ১৭ বছর ধরে নির্যাতিত, নিপীড়িত হাজার হাজার নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়। তারা এই শোককে শক্তি পরিণত করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে একটি সমৃদ্ধশালী দেশ গড়ার প্রতিজ্ঞাবদ্ধ হন।
এর আগে এই শাহাদাৎ দিবস উপলক্ষে রাউজানের প্রতিটি এলাকায় শোক ব্যানার উত্তোলন করা হয়।
এই শাহাদাৎ বার্ষিকীর ফাতেহা-মেজবানে অংশ নেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, জমায়েত ইসলামী বাংলাদেশের নায়েবে আমীর ড. আব্দুলাহ আল তাহের, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি হাবীবুর রহমান হাবীব, হেফাজতে ইসলামের আমীর মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী, সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর শাহজাহান চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, বিএনপি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপি নেতা আবু সুফিয়ান, সাবেক ছাত্রনেতা নাজিমুর রহমান, রাউজান রাউজান উপজেলার বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, নুরুল হুদা চৌধুরী, ফিরোজ আহমেদ, জেলা যুবদল নেতা সাবের সুলতান কাজল, জেলা সেচ্ছাসেবক দল নেতা নুরুল ইসলাম বাবুল, ইউসুফ তালুকদার, মোহাম্মদ আলী সুমন, জেলা ছাত্রদল নেতা তসলিম উদ্দিন, ছোটন আজম, মো. মুরাদ, জাহেদুল ইসলামসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা, পৌরসভা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আগত মেহমানদের অপ্যায়ন ও কুশলাদি বিনিময়ের মধ্য ব্যস্ত সময় পার করেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরীর বড় ছেলে ফয়েজ কাদের চৌধুরী, ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী, গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ছেলে সামীর কাদের চৌধুরী ও সাইফুদ্দিন কাদের চৌধুরীর ছেলে সাকিব কাদের চৌধুরীসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
চাটগাঁ নিউজ/যুবায়ের/এসএ