সারাদেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৫৬

চাটগাঁ নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৫৬ জন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মারা যাওয়া তিনজনই নারী।

প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১০১ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১৩ জন, বরিশাল বিভাগে ১৩৭ জন, ঢাকা বিভাগে ৭৯ জন, চট্টগ্রাম বিভাগে ৭০ জন, রাজশাহী বিভাগে ২৫ জন ময়মনসিংহ বিভাগে ২৮ জন ও সিলেট বিভাগে ৩ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৯৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৭ হাজার ৩৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top