সারাদেশে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৬৮৪৯

চাটগাঁ নিউজ ডেস্ক: যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে সারাদেশে এ পর্যন্ত মোট ৬ হাজার ৮৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি রাত থেকে শুরু করে আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদরদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে এই বিশেষ অভিযানের বাইরে বিভিন্ন মামলায় ১ হাজার ২৬০ জনকে গ্রেপ্তার করা হয়। এর আগের ২৪ ঘণ্টায় ডেভিল হান্টে সারাদেশে ৫৩২ জনকে গ্রেপ্তার করা হয়।

গত ২৪ ঘণ্টার অভিযানে কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে দেশি পাইপ গান দুইটি, একটি চাপাতি, একটি রামদা ও ছয়টি গুলি।

অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান, যা ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই হামলায় নেতৃত্ব দেন ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতাকর্মী। হামলার ফলে অন্তত ১৫ জন আহত হন। তাদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এর মধ্যে একজন মারা যান। এরপর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় ‘অপারেশন ডেভিল হান্ট’ নামক বিশেষ অভিযান শুরু হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top