সারাদেশে অপারেশন ডেভিল হান্টে আটক আরও ৩৪৩ জন

চাটগাঁ নিউজ ডেস্ক: অপারেশন ডেভিল হান্টে দ্বিতীয় দিনে সারাদেশে ৩৪৩ জনকে আটক করার তথ্য জানিয়েছে পুলিশ। এ ছাড়া অন্য মামলায় আরও ১ হাজার ১৭৮ জন আটক হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট আটক হয়েছে ১ হাজার ৫২১ জন।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, অভিযানে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। তার মধ্যে রয়েছে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, শর্টগান কার্তুজ ৬টি, ছুরি ৩টি, তলোয়ার ৩টি, কুড়াল ১টি, ককটেল ১০টি, লাঠি, ৮টি, রড ৪টি ও রামদা ৪টি।

এর আগে রবিবার (৯ ফেব্রুয়ারি) ১ হাজার ৩০৮ জনকে আটকের তথ্য জানায় পুলিশ। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত ১ হাজার ৩০৮ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে দেশের সব মেট্রোপলিটন পুলিশ আটক করেছে ২৭৪ জনকে। অপর দিকে সারাদেশের রেঞ্জ পুলিশ আটক করেছে ১ হাজার ৩৪ জনকে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top