সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান হবে
মার্কিন দূতাবাস

চাটগাঁ নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান হতে পারে এবং ভিসাপ্রাপ্তিতে অযোগ্যতা তৈরি হতে পারে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

‘এফ, এম, অথবা জে ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থী ও এক্সচেঞ্জ কর্মসূচির অংশগ্রহণকারীদের প্রতি দৃষ্টি আকর্ষণ’ শিরোনামে দেওয়া পোস্টে লেখা হয়েছে— ‘ভিসা আবেদনকারীদের ডিএস-১৬০ ভিসা আবেদন ফর্মে গত ৫ বছরে ব্যবহৃত সকল সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক।’

পোস্টে মার্কিন দূতাবাস আরও জানায়, ‘আবেদনকারীরা তাদের আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য বলে স্বীকার করে তবেই তা স্বাক্ষর করেন ও জমা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে ভিসা প্রত্যাখ্যানের পাশাপাশি ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতা তৈরি হতে পারে।’

উল্লেখ্য, ২০১৯ সাল থেকেই যুক্তরাষ্ট্র সরকার ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া আইডেন্টিফায়ার বা ব্যবহারকারীর নাম বাধ্যতামূলক করেছে। এটি ইমিগ্র্যান্ট (অভিবাসী) ও নন-ইমিগ্র্যান্ট (অধিবাসী)— উভয় শ্রেণির ভিসার আবেদনকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য।

যুক্তরাষ্ট্রের আইনের আওতায়, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ভিসা যাচাই ও নিরাপত্তা পরীক্ষার জন্য যেকোনো প্রাসঙ্গিক তথ্য ব্যবহার করা যেতে পারে। ফলে যেসব ব্যক্তি যুক্তরাষ্ট্রের জন্য নিরাপত্তা হুমকি হতে পারেন, তাদের শনাক্ত করা আরও সহজ হয় বলে উল্লেখ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top