সাব্বির হত্যার প্রতিবাদে থানার সামনে এলাকাবাসীর বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: হালিশহরে মো. ওয়াহিদুল হক ওরফে সাব্বির হত্যার প্রতিবাদে থানার সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় হালিশহর থানা ঘেরাও করে তারা বিক্ষোভ করেন। এসময় হত্যাকাণ্ডে জড়িতদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তারা।

জানা যায়, সাব্বিরের জানাজা শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে এলাকাবাসীরা হালিশহর থানার সামনে অবস্থান নিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এসময় হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান তার কক্ষ থেকে বেরিয়ে এসে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

বুধবার (২১ মে) বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাব্বির। তিনি হালিশহর আইডিয়াল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। নয়াবাজার আমিন কন্ট্রাক্টর রোড এলাকার বাসিন্দা মো. ইসহাক কন্ট্রাক্টরের একমাত্র সন্তান তিনি।

১৬ মে জুমার নামাজ শেষে এক বন্ধু তাকে হালিশহর নয়াবাজার এলাকায় ডেকে নিয়ে যায়। সেখানে চারটি অটোরিকশায় এসে কিশোর গ্যাংয়ের সদস্যরা ওয়াহিদুলকে ছুরিকাঘাত করে ও পিটিয়ে গুরুতর আহত করে। ছয় দিন চিকিৎসাধীন থাকার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বুধবার তার মৃত্যু হয়। এ ঘটনায় ওয়াহিদুলের বাবা মোহাম্মদ এসহাক বাদী হয়ে হালিশহর থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মিনহাজুল ইসলাম নামের এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করে। গত সোমবার মিনহাজুল আদালতে জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, ১০-১২ দিন আগে এলাকার এক কিশোরকে মারধরের প্রতিশোধ হিসেবে ওয়াহিদুলকে ছুরিকাঘাত করেছে তারা।

চাটগাঁ নিউজ/ইউডি/এসএ

Scroll to Top