পড়া হয়েছে: 252
চাটগাঁ নিউজ ডেস্ক : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুরান ঢাকার গেন্ডারিয়ায় একটি বাড়িতে রয়েছেন এমন সন্দেহে বাড়িটি ঘেরাও করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১২টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। আড়াইটার দিকে বাড়ির ভেতরে প্রবেশ করেছেন সেনাবাহিনীর সদস্যরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গেন্ডারিয়া ডিআইটি প্লট সতীশ সরকার রোডের বাড়িতে ৩১ নম্বর বাড়িতে তিনি পলাতক আছেন বলে এলাকাবাসী সন্দেহ করে। বাড়িটি ঘেরাও করে স্থানীয়ারা। এরপর তারা সেনাবাহিনীকে কল করে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে ওই বাড়িতে প্রবেশ করেন।
এই রিপোর্ট লেখার সময় রাত ৩টা ৫০ মিনিটের দিকে বাড়িটির ভেতরে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।
চাটগাঁ নিউজ/এসআইএস







