চাটগাঁ নিউজ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা সম্পদ বিবরণীতে তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের অভিযোগে বারৈয়ারহাট পৌরসভার সাবেক মেয়র ও মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম খোকনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ পরিচালক সুবেল আহমেদ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, দুদকে অভিযোগের ভিত্তিতে রেজাউল করিমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে কমিশন।
আসামি মোহাম্মদ রেজাউল করিম খোকন দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ১১ লাখ ৪৪ হাজার ৪১০ টাকা মূল্যের স্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন এবং তার জ্ঞাত আয়বহির্ভূতভাবে ১ কোটি ৪৪ লাখ ৮৭ হাজার ৬৭৩ টাকার সম্পদ অর্জন করেছেন।
প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, তিনি মাত্র পাঁচ বছরে নিজের ও পরিবারের সদস্যদের নামে ১ কোটি ৪৩ লাখ টাকারও বেশি স্থাবর সম্পদ অর্জন করেন, যা তার ঘোষিত আয় উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। রেজাউল করিম ২০১০-১১ করবর্ষ থেকে নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করলেও ১৫ বছরে তার বৈধ আয় ছিল ১ কোটি ১৭ লাখ ৪৭ হাজার ৪১২ টাকা। কিন্তু একই সময়ে তার স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ৮৪৮ টাকা। ফলে বৈধ আয়ের উৎসের বাইরে তিনি প্রায় ১ কোটি ৪৫ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন বলে দুদক মনে করছে। দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, আসামি ইচ্ছাকৃতভাবে সম্পদ বিবরণীতে আংশিক তথ্য গোপন করে মিথ্যা ঘোষণা দিয়েছেন। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তা পরবর্তী ধাপে আমলে নেওয়া হবে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ সালের ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি দায়ের করেন।
চাটগাঁ নিউজ/এসএ