চাটগাঁ নিউজ ডেস্ক : ৩০ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা ঋণ খেলাপি মামলায় সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার স্ত্রীর সম্পত্তি হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (২১ অক্টোবর) চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের বিচারক (যুগ্ম জেলা জজ) মুজাহিদুল রহমান এই আদেশ দেন।
এ বিষয়ে অর্থ ঋণ আদালতের পেশকার রেজাউল করিম জানান, মামলার বাদীপক্ষ নথি উপস্থাপনের দরখাস্ত করে এবং বিবাদীর সম্পত্তি ক্রোকের জন্য আবেদন করে। যেহেতু ঋণ নেওয়ার সময় বিবাদীপক্ষ কোনো স্থাবর সম্পত্তি ব্যাংকের কাছে বন্ধক রাখেনি সেহেতু বিবাদীদের সম্পত্তি ক্রোকবদ্ধ করা না হলে বিপুল ঋণ আদায় করা সম্ভব হবে না বিবেচনায় আদালত এই আদেশ দেন।
তবে মামলার ৩নং বিবাদীপক্ষে নিযুক্ত আইনজীবী সময়ের আবেদন করলেও আপত্তি দাখিল না হওয়া পর্যন্ত এই আদেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
উত্তরা ব্যাংক পিএলসি পক্ষ থেকে নুরুল ইসলাম বিএসসির পরিবারিক প্রতিষ্ঠান সানোয়ারা ডেইরি ফুডস লি. ও ইউনিল্যাক সানোয়ারা (বি.ডি) লি. এর ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান ও ৫ পরিচালকের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল। এই মামলায় নুরুল ইসলাম বিএসসি ৫নং বিবাদী। তিনি দুই প্রতিষ্ঠানের ভূতপূর্ব ব্যবস্থাপনা পরিচালক এবং বর্তমান পরিচালক।
চাটগাঁ নিউজ/এসএ