সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার পরিবারের ১২০ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চাটগাঁ নিউজ ডেস্ক: দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের স্বার্থসংশ্লিষ্ট ১২০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।

এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. মশিউর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ।

অবরুদ্ধের আদেশ পাওয়া ১১৪টি ব্যাংক হিসাবে ৪৩ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ৪৭০ টাকা রয়েছে। বাকি ছয়টি ডলার অ্যাকাউন্টে রয়েছে ২৪ হাজার ৭৯০ ডলার।

দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ তদন্তে দুদক, সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ডের ৯ সদস্যের সমন্বয়ে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট সাইফুজ্জামান ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ৩৯টি ব্যাংক হিসাব এরই মধ্যে অবরুদ্ধ করা হয়েছে।

এরপর বিএফআইইউ-এর অবরুদ্ধ করা ব্যাংক হিসাবগুলোর তথ্য পাওয়া যায়। প্রাথমিক সত্যতা মেলায় অনুসন্ধান চলমান থাকাবস্থায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব আদালতের মাধ্যমে অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top