সাবেক কাউন্সিলর মোরশেদ আক্তারের বাড়িতে হামলা-লুটপাট

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার সময় দক্ষিণ কাট্টলীর উত্তর সরাইপাড়া লোহার পোল এলাকার কাউন্সিলরের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

মোরশেদ আক্তার চৌধুরী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হামলার সময় ৯৯৯ কল করে সহযোগিতা চাওয়া হলে তারা পাহাড়তলী থানার ডিউটি অফিসারের সাথে যোগাযোগ করতে বলেন। পরে থানায় যোগাযোগ করলে থানা থেকে পুলিশ পাঠানোর আশ্বাস দেওয়া হলেও কোন পুলিশ আসেনি। ৩০ থেকে ৪৫ জনের একদল লোক বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এর মধ্যে ১৭ জন ঘরে প্রবেশ করে টাকা ও স্বর্ণ লুট করে নিয়ে গেছে।

এ বিষয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বাবুল আজাদ বলেন, মোরশেদ আক্তার চৌধুরীর বাড়িতে হামলা-লুটপাটের বিষয়ে আমরা কিছুই জানি না।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top