চাটগাঁ নিউজ ডেস্ক: পাহাড় কাটাসহ বিভিন্ন অপরাধে বিতর্কিত চট্টগ্রাম সিটি করপোরেশনের আওয়ামী লীগ দলীয় সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিমের স্ত্রী তাসলিমা বেগমকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ডবলমুরিং থানা পুলিশ নগরীর আকবর শাহ থানার এ কে খান মোড়ে ‘গ্রীন গুলবাহার টাওয়ার’ একটি ১৪ তলা আবাসিক ভবনের একটি ফ্ল্যাট থেকে অভিযান চালিয়ে তাসলিমা বেগমকে (৪০) গ্রেফতার করে।
এর আগে সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিম আত্মগোপনে আছেন, এমন খবরে রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতভর নগরীর আকবর শাহ থানার ওই টাওয়ার ঘিরে অভিযান চালায় পুলিশ। রাতভর ভবনটির প্রতিটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে অবশ্য জসিমকে পাওয়া যায়নি।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ বলেন, ‘তাসলিমা বেগম আমাদের থানায় দায়ের হওয়া একটি মামলার আসামি। আজ (সোমবার) আমরা আকবর শাহ থানা পুলিশের সহায়তায় এ কে খান মোড়ে গ্রীন গুলবাহার টাওয়ারের একটি ফ্ল্যাটে আত্মগোনে থাকা তাসলিমাকে গ্রেফতার করি। বিকেলে তাকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ পুলিশ লাইনের সামনে ছাত্র-জনতার আনন্দ মিছিলে হামলা করে আওয়ামী সন্ত্রাসীরা। এতে রবিন নামে এক সিএনজি অটোরিকশা চালক গুলিবিদ্ধ হন। পরবর্তীতে তিনি ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্ত কর্মকর্তা ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) শাহীনুর আলম তদন্তে তাসলিমা বেগমের সম্পৃক্ততা মিলেছে উল্লেখ করে তাকে জেলহাজতে পাঠানোর জন্য আদালতে আবেদন করেন।
চাটগাঁ নিউজ/জেএইচ