সাবেক ওয়ার্ড কাউন্সিলর এসরারুলের সহযোগী গ্রেফতার

চাটগাঁ নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সদস্য মোঃ তারেককে (৩৭) গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ। তিনি সাবেক ওয়ার্ড কাউন্সিলর এসরারুলের একান্ত সহযোগী সদস্য ছিলেন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর বেপারী পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার ঐ ব্যক্তি ওয়ার্ড কাউন্সিলর এসরারুলের একান্ত সহযোগী। এছাড়া তিনি নগরীর চান্দগাঁও থানাধীন বেপারী পাড়া এলাকার আব্দুর রহমান সওদাগর বাড়ি মৃত মোঃ ইউসুফের ছেলে। তারেক চান্দগাঁও থানার মামলা নং-১১ এর আসামি ছিলেন।

চান্দগাঁও থানার ওসি মোঃ আফতাব উদ্দিন জানান, গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে আইন অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top