পড়া হয়েছে: 24
চাটগাঁ নিউজ ডেস্ক : টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি ও সাবেক এমপি বদির ক্যাশিয়ার হিসেবে পরিচিত শফিউল কাদের কালুকে গ্রেপ্তার করেছে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
শনিবার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোভন কুমার সাহা। শফিউল কাদের বাহারছড়া ইউনিয়নের পুরানপাড়া ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল হকের ছেলে এবং ২ নম্বর ওয়ার্ডের মেম্বার।
ইনচার্জ (ইন্সপেক্টর) শোভন কুমার সাহা জানান, ২৩ মে গভীর রাতে তাকে নিজ এলাকা থেকে আটক করা হয়। তিনি মাদক সম্রাট ও সাবেক এমপি বদির ক্যাশিয়ার হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তাকে আজ শনিবার (২৪ মে) আদালতে প্রেরণ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ