ক্রীড়া ডেস্ক: থাইল্যান্ডের ব্যাংককে চলছে সাফ ফুটসাল টুর্নামেন্ট, যেখানে নারী ও পুরুষ উভয় বিভাগে বাংলাদেশ দলের অংশগ্রহণ চলছে। বুধবার পুরুষ দলের ম্যাচে বাংলাদেশ ভারতের সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছে। পরের দিন, আজ বৃহস্পতিবার নারী বিভাগে বাংলাদেশ ভারতকে ৩-১ গোলে পরাজিত করে।
বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। তার নেতৃত্বে এবং গোলের মাধ্যমে প্রথমার্ধে বাংলাদেশ ২-০ ব্যবধানে এগিয়ে ছিল। দুটি গোলের সহায়ক ছিলেন কৃষ্ণা রাণী সরকার। সাবিনা কেবল গোলই করেননি, একই সঙ্গে দলের রক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
দ্বিতীয়ার্ধে ভারত ফেরার চেষ্টা করলেও বাংলাদেশের গোলরক্ষক ঝিলিকের গুরুত্বপূর্ণ সেভ এবং সুমাইয়া মাতসুসিমার কাউন্টার অ্যাটাক থেকে করা গোল দলের জয় নিশ্চিত করে। ভারতের এক গোল সত্বেও শেষ পর্যন্ত বাংলাদেশ ৩-১ ব্যবধানে ম্যাচ জিতে।
উল্লেখ্য, ২০১৮ সালে এশিয়ান ফুটসালের বাছাই খেলেছিল বাংলাদেশ নারী দল। সাত বছর পর আবার আন্তর্জাতিক ফুটসালে নিজেদের প্রমাণ করার সুযোগ পেলেন দলটির খেলোয়াড়রা। সাবিনা, কৃষ্ণা, মাসুরা ও সুমাইয়াকে ব্রিটিশ কোচ পিটার বাটলার জাতীয় দলে ডাকেননি। স্ট্যান্ডার্ড ফুটবল খেলায় সুযোগ না পেয়ে তারা ফুটসালে অংশগ্রহণ করেছেন এবং যোগ্যতা দেখিয়েছেন। সুমাইয়া ও সাবিনার দেশের বাইরে ফুটসাল লিগে খেলার অভিজ্ঞতাও রয়েছে।
বাংলাদেশ-ভারত ম্যাচ সবসময় উত্তেজনাপূর্ণ হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে মুস্তাফিজ ইস্যুর কারণে বাংলাদেশ ভারতে গিয়ে ক্রিকেট বিশ্বকাপে খেলবে না। এমন পরিস্থিতিতেও থাইল্যান্ডে দুই দিন ধরে নারী ও পুরুষ দল ভারতকে মোকাবিলা করেছে, যেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
চাটগাঁ নিউজ/এমকেএন







