সাফে লেবাননের কাছে হারে শুরু বাংলাদেশের

সিপ্লাস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে হারলো বাংলাদেশ। প্রথমার্ধ গোলশূন্য সমতায় হলেও দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে লাল-সবুজ জার্সিধারীরা। বাংলাদেশ হারে ২-০ গোলের ব্যবধানে।

ভারতের ব্যাঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমার্ধে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। শুরু থেকেই রক্ষণ জমাট রেখে খেলছে লাল-সবুজ জার্সিধারীরা।

লেবানন একটি-দুটো সুযোগ তৈরি করলেও পোস্টের নিচে আনিসুর রহমান ছিলেন দেয়াল হয়ে। ঐ অর্ধে প্রথমার্ধে লেবাননকে গোল করতে দেয়নি বাংলাদেশ। গোলশূন্য সমতার স্বস্তি নিয়ে বিরতিতে যায় জামাল ভূঁইয়ারা।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের অর্ধে টানা আক্রমণ চালায় লেবানন। ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত গোল হজম না করা বাংলাদেশ শেষ ১৭ মিনিটে দুই গোল হজম করে। ৭৯ মিনিটে তারিক কাজীর ভুলে প্রথম হজম করে বাংলাদেশ। ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে খায় আরেক গোল। লেবাননের গোলদাতা হাসান মাতুক ও খলিল বাদির।

Scroll to Top