চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার চন্দ্রনগর এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও তৈরির দায়ে সাদিয়া’স কিচেন নামক এই প্রতিষ্ঠানটির মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসরাফিল জাহান।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) চন্দ্রনগর এলাকায় সাদিয়া’স কিচেনের ওই কারখানায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মেট্রো কার্যালয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসরাফিল জাহান বলেন, অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ-তৈরি, পণ্যের লেবেলিং না থাকা, ফ্রিজে কাচা ও রান্না করা খাদ্য একত্রে রাখা, লেবেলবিহীন খাদ্য সংরক্ষণ, রান্নাঘরের পাশে মুরগী পালন, খাদ্যকর্মীদের ইউনিফর্ম না থাকা ও বিভিন্ন লাইসেন্স সনদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় সাদিয়াস কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ মুনতাসির মাহমুদ, নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াসিনুল হক চৌধুরী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম।
চাটগাঁ নিউজ/এমকেএন