সাতকানিয়া নৌকা ও ঈগল প্রার্থীর নির্বাচনী অফিসে জরিমানা

সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রাম ১৫ আসনে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা ও লতাপির বাজার এলাকায় জেলা প্রশাসকের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা বাজারে চট্টগ্রাম-১৫ আসনের  নৌকা প্রার্থীর নির্বাচনী অফিস এবং লতাপির বাজারে ঈগল প্রতীকের প্রার্থীর নির্বাচনী অফিসে বিদ্যুৎ এর মাধ্যমে আলোক সজ্জা করায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি ২০০৮ লঙ্ঘন হওয়ায় উভয় অফিসের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ১,০০০ ( এক হাজার) টাকা করে মোট ২,০০০ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।এসময় তাদের নির্বাচনী আচরণ বিধি যথাযথভাবে মেনে চলার জন্য নির্দেশ প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর। মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানা পুলিশের সদস্যবৃন্দ।

জনস্বার্থে জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

Scroll to Top