পড়া হয়েছে: ৭২
চাটগাঁ নিউজ ডেস্ক: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিনকে (৫৬) গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টায় কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. জসিম উদ্দিন খাগরিয়া ইউনিয়ন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও খাগরিয়া ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান। তিনি খাগরিয়া ৫ নম্বর ওয়ার্ডের মৃত নিয়াজুর রহমানের ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। জসিম উদ্দীন চান্দগাঁও থানা এলাকায় ছাত্রজনতার হত্যা মামলার এজাহারনামীয় আসামি।
চাটগাঁ নিউজ/জেএইচ