সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়ার দেওদিঘী বাজারের পূর্ব পাশে একটি বাসায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফারিস্তা করিম।
বুধবার (৫ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করে বাসার একটি কক্ষে তেলের ২টি ট্যাংক সহ প্রায় ৩৫০০ লিটার খোলা ও বোতলজাত তেল জব্দ করা হয়। যার মোড়কে বিএসটিআই এর অনুমোদনসহ পণ্যের মোড়কের জন্য নির্ধারিত তথ্যসমূহ অনুপস্থিত।
অভিযানে অবৈধ তেলের ব্যবসা পরিচালনাকারী মো: ইউনুস (৪৮) আটক করা হয় এবং নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
তেলের ব্যবসার সাথে জড়িত মো: ইসাহাক (৪২), এবং বাড়ির মালিক মো: নাসির উদ্দীন (৪৫), এ দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জন্য স্যানিটারি ইন্সপেক্টরকে নির্দেশনা দেয়া হয়।
অভিযানে সহায়তা করেন স্যানিটারি ইন্সপেক্টর সরোয়ার কামাল, সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন পারভেজসহ তার টিম, সাতকানিয়া থানার পুলিশ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
চাটগাঁ নিউজ/দেশপ্রিয়/এমকেএন