পড়া হয়েছে: ৪৪
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পড়ে থাকা আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।
শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মহাসড়কের মৌলভীর দোকান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিব বিন ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘৯৯৯-এ একজন গাড়িচালক ফোন করলে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে সড়কের ওপর একজন নারীর মরদেহ পড়ে ছিল। কতক্ষণ ধরে পড়ে ছিল জানতে না পারলেও তার বয়স আনুমানিক ৩৫ বছর ধারণা করছি। এখনও লাশের পরিচয় নিশ্চিত হতে পারিনি’।
তিনি আরো বলেন, আমরা ধারণা করছি সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে। বর্তমানে মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা আছে।
চাটগাঁ নিউজ/জেএইচ