চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনের সাতকানিয়ায় একটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এ সময় ভোট কেন্দ্র ও আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। সকাল ৯টার দিকে সাতকানিয়া পৌরসভার মডেল হাইস্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্রে দায়িত্বরত পুলিশের নায়েক লোকমান হাকিম জানান, সকাল ৯ টার দিকে ভোট কেন্দ্রের দক্ষিণ পার্শ্বের রাস্তার দিক থেকে পরপর ৫টি জ নিক্ষেপ করে। এ সময় ২টি ককটেল বিস্ফোরণ হয় এবং অন্য ৩টি ককটেল ভোট কেন্দ্রের সামনে পড়লে অবিস্ফোরিত রয়ে যায়। পরে অবিস্ফোরিত ককটেল গুলো নিস্ক্রিয় করা হয়।
সাতকানিয়া মডেল হাইস্কুল কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা রনি দাশ জানান, ককটেল বিস্ফোরণের সময় কেন্দ্রে তেমন ভোটার ছিল না। তবুও কেন্দ্র ও আশপাশের এলাকায় কিছুটা আতংক ছড়িয়ে পড়ে। ককটেল বিস্ফোরণের পরপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন। অবিস্ফোরিত ককটেল গুলো নিস্ক্রিয় করেন।
চাটগাঁ নিউজ/এমআর