চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম মোরশেদুল আলম (৩৮)। তিনি উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ডিলার পাড়ার মৃত বদন আলীর ছেলে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সদর ইউনিয়নের রুপকানিয়া নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ জানান, নিহত মোরশেদুল আলম পেশায় একজন দিনমজুর। প্রতিদিনের ন্যায় সে বাড়ির পার্শ্ববর্তী নতুন পাড়ায় কাজ করতে যায়। সেখানে কুদাল দিয়ে মাঠি কাঠার সময় অসাবধানতাবশত কুদালের সাথে বৈদ্যুতিক তার লেগে গিয়ে সে বিদ্যুস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে এলাকার লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোরশেদের তিন মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে।
উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আহমদ কবির ভেট্টা জানান, জরুরি একটি কাজে আমি বড়হাতিয়ায় ছিলাম তাই ঘটনার সময় এলাকায় ছিলাম না। বাড়ি এসে শুনলাম বিদ্যুস্পৃষ্টে মোরশেদ মৃত্যুবরণ করেছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, এখনো পর্যন্ত খবরটা আমি পায়নি। ওই এলাকার নিয়োজিত অফিসার থেকে নিশ্চিত হয়ে আমি জানাচ্ছি।
চাটগাঁ নিউজ/এমকেএন