সাতকানিয়ায় বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত, সড়ক অবরোধ শিক্ষার্থীদের

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় কারীনা কালাম ঐশি (১৫) নামে এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

রোববার (১৮ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে সাতকানিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত ঐশি ওই শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থী এবং উপজেলার ধর্মপুর ইউনিয়নের প্রবাসী আবু কালামের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলে প্রবেশের সময় পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিল ঐশি। এ সময় চট্টগ্রামমুখী মারছা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্কুলের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ থাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাতকানিয়া থানা পুলিশ, দোহাজারী হাইওয়ে থানা পুলিশ এবং সাতকানিয়া আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে শিক্ষার্থীদের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, মারছা পরিবহনের বেপরোয়া চলাচলের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তারা দ্রুত স্কুলের সামনে স্পিড ব্রেকার স্থাপন এবং ওই পরিবহনের বাস চলাচল নিয়ন্ত্রণের দাবি জানান। শিক্ষার্থীদের দাবির সঙ্গে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরাও একাত্মতা প্রকাশ করেন।

এ বিষয়ে সাতকানিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসাইন আল হিশাম মুহাম্মদ জাবেদ বলেন, দীর্ঘদিন ধরে স্কুলের সামনে স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানিয়ে আসা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top