চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় সীমানা প্রাচীর নির্মাণের বিরোধের জেরে প্রতিপক্ষের দায়ের কোপে নুরুল কবির (৩৫) নামে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় জানে আলম (৩০), মো. আলম (২৫), মো. আবছার (৩৫) এবং মা মমতাজ বেগম (৫৫) নামে চারজন আহত হয়েছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নুরুল কবির ওই এলাকার মৃত আমীর আলীর ছেলে।
জানা যায়, এওচিয়া ইউনিয়নের ছড়ারকুল সুয়ার বাপের বাড়ি এলাকার আব্দুল মজিদ ও তার ছেলেরা নুরুল কবিরদের বাড়ির পাশে সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করছিলেন। এতে বাধা হয়ে দাঁড়ায় নুরুল কবিরদের ব্যবহৃত টয়লেট। এ নিয়ে আগে থেকেই দুই পক্ষের বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে নুরুল কবির গত ৩১ আগস্ট থানায় অভিযোগও করেছিলেন। শনিবার বিকেলে একই জায়গায় আবারও সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় আব্দুল মজিদ ও তার ছেলেরা ধারালো দা দিয়ে নুরুল কবিরকে কুপিয়ে হত্যা করে। তাকে বাঁচানোর চেষ্টা করতে গেলে মা ও ভাইদেরও কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ করেছে পরিবার।
নিহত নুরুল কবিরের মা মমতাজ বেগম বলেন, আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীর নির্মাণ করতে চাইলে বাধা দিলে মজিদ ও তার ছেলেরা আমাদের উপর হামলা চালায়। দা দিয়ে আমার ছেলের মাথায় আঘাত করা হয়েছে। অন্যদেরও মারধর করা হয়েছে। আমার সন্তান পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে, আমি এই খুনিদের বিচার চাই
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, জায়গা সংক্রান্ত বিরোধের জেরে দায়ের কোপে একজনের মৃত্যু হয়েছে। আমরা হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছি।
চাটগাঁ নিউজ/এমকেএন