সাতকানিয়ায় পূরবী বাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম সাতকানিয়ায় রাস্তা পার হতে গিয়ে পূরবী বাসের ধাক্কায় পাঁচ বছরের এক শিশু নিহতের ঘটনা ঘটেছে। নিহত ওই শিশুর নাম মোছাম্মৎ নাজিফা (৫)। সে উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ডের আমতলা হাদিয়ামার বাড়ির দুবাই প্রবাসী আবছার উদ্দিনের মেয়ে।

আজ রোববার (১৮ মে) বিকাল আনুমানিক সাড়ে ৪ টার সময় বান্দরবান-কেরানীহাট সড়কের সাতকানিয়া উপজেলাধীন কেওচিয়া ইউনিয়নের বায়তুল ইজ্জত বিজিবি ক্যাম্পের পূর্ব পাশে সত্য পীরের মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ রবিবার বিকালে নাজিফা তার এক আত্মীয়দের সাথে বায়তুল ইজ্জত বিজিবি ক্যাম্পের দিকে ঘুরতে এসে হাঁটতে হাঁটতে সত্যপীর মাজারের সামনে আসলে রাস্তার উত্তর পাশ হতে দক্ষিণ পাশে পার হওয়ার সময় বান্দরবান হতে ছেড়ে আসা দ্রুতগামী পূরবী বাসের (ঢাকা মেট্রো-ব ১৪-০০৫৪) সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যায়।

এরপর ঘটনাস্থলে পুলিশ এসে গাড়িটি জব্দ করেন ও লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানে হয়েছে। ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হচ্ছে। যেহেতু ঘটনাটি একটু আগে ঘটেছে তাই নিহত শিশুটির ব্যাপারে পরিবারের লোকদের সাথে আলাপ-আলোচনা সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top