সাতকানিয়ায় পাহাড়ি মাটি কাটার দায়ে ইটভাটাকে জরিমানা

সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার ছনখোলায় পাহাড়ি মাটি কাটার দায়ে এক ব্রিকফিল্ডকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) এক অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। অভিযানের সময় উক্ত এলাকায় মাটি কেটে নিজ ব্রিক ফিল্ডে দেয়ার বিষয়টি স্বীকার করায় HAB ব্রিক ফিল্ডকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি স্বীকার করেছেন ব্রিকফিল্ডের ম্যানেজার মো: তানিম।

এসময় অভিযানের খবর পেয়ে পার্শ্ববর্তী  ব্রিকফিল্ডগুলোর অফিসসমূহ বন্ধ করে পালিয়ে যায়।

অভিযানে সহায়তা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ,আনসার সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ  নিউজ/জেএইচ

Scroll to Top