সাতকানিয়ায় পাঁচ অবৈধ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে পাহাড় কাটা ও লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনার দায়ে পাঁচ ইটভাটাকে ৫ লক্ষ টাকা জরিমানা ও একটি ইটভাটাকে সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান এ অভিযান পরিচালনা করেন।

এ সময় বিসমিল্লাহ ব্রিকস, এবিসি ব্রিকস, কেএমবি ব্রিকস, মেসার্স মা ব্রিকস ও এইচএবি ব্রিকসকে ১ লক্ষ টাকা করে সর্বমোট ৫ লক্ষ টাকা জরিমানা ও আদায় করা হয়। এ ছাড়াও একই অভিযোগে মেসার্স খাজা ব্রিকসকে সিলগালা করে দেওয়া হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, অনুমোদনবিহীনভাবে ইট উৎপাদন, পরিবেশগত ক্ষতি এবং স্বাস্থ্যঝুঁকি তৈরির কারণে এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/দেশপ্রিয়/এমকেএন

Scroll to Top