সাতকানিয়ায় দোকানে মূল্য তালিকা না থাকায় জরিমানা

সাতকানিয়া প্রতিনিধি : সাতকানিয়া উপজেলায় সদরের বিভিন্ন দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে বিক্রি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১৫ জুন) এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরিস্তা করিম।

এসময় মেয়র গলিতে কবির ইসাহাক ষ্টোরকে ১০ হাজার টাকা ও মৌলবীর দোকানে আকতার ষ্টোরকে ২ হাজার টাকা, অস্বাস্হ্যকর পরিবেশে খাবার তৈরি করায় কোর্ট রোড়ে শাহ মজিদিয়া হোটেলকে ৫ হাজার টাকা ও বুড়ির দোকানে অমৃত কলিং কণারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সরওয়ার কামাল। এছাড়াও অভিযানে সহযোগিতা করেন পুলিশ সদস্য ও আনসার সদস্যগণ।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরিস্তা করিম বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে ।

চাটগাঁ নিউজ/দেশপ্রিয়/এআইকে

Scroll to Top