সাতকানিয়ায় দুর্বৃত্তের গুলি, এক যুবক আহত

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে এক যুবক আহত হয়েছেন বলে জানা গেছে। গুলিবিদ্ধ মো. এরশাদ (৪৫) কাঞ্চনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বকশীরখীল এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে ।

শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ধোপাপাড়া টেকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার রাতে গুরগুরি তাফসীরুল কুরআন মাহফিল শেষ করে বাড়িতে ফেরার সময় এরশাদ সিএনজিযোগে কাঞ্চনা ধুপিপাড়া টেকে এসে পৌঁছালে অজ্ঞাতনামা ৪-৫ জন তাদের উপর অতর্কিতভাবে গুলি চালায় । এতে এরশাদ গুলিবিদ্ধ হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান বলেন, গুলিবিদ্ধের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ যায়। এ বিষয়ে এখনো পর্যন্ত কোন প্রকার লিখিত অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অস্ত্রবাজদের গ্রেপ্তারে পুলিশ কাজ করে যাচ্ছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top