সাতকানিয়া প্রতিনিধিঃ সাতকানিয়ার সোনাকানিয়ায় জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আব্দুল আলীমের বাড়িতে চুরির ঘটনার খবর পাওয়া গেছে।
শনিবার (২ মার্চ) উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ডের খলিফা পাড়া এলাকায় এই চুরির ঘটনাটি ঘটে।
জানা যায়, চোরেরা বাড়ির গেইটের থালা ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে এই দুর্ধর্ষ চুরির করেন। এসময় চোরেরা নগদ ৫০ হাজার টাকা ও ২ ভরির স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
এ বিষয়ে জেলা পরিষদের সদস্য আব্দুল আলীমের সাথে কথা বললে তিনি চাটগাঁ নিউজকে জানান, আমরা স্বপরিবারে চট্টগ্রাম শহরে বসবাস করি। আমি প্রতি সপ্তাহে ২/৩ দিন বাড়িতে থাকি। গতকাল শুক্রবার সকালে এলাকায় এসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের অনুষ্টানে অতিথি হিসেবে অংশগ্রহণ করি। এরপর রাতে শহরে চলে যায়। আজ শনিবার সকালে পাড়ার লোকদের মাধ্যমে জানতে পারি আমার বাড়ির দরজার লোহার গ্রীল কাটা। খবর পেয়ে দুপুরে বাড়িতে প্রবেশ করে দেখি বাড়ির দরজা ভেঙ্গে চোরেরা স্টিলের আলমারি সহ বিভিন্ন আসবাবপত্র ভেঙ্গে তছনচ করে ফেলেছে। বিষয়টি আমি থানায় অবগত করেছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার বলেন, চুরির ঘটনার খবর পেয়েছি। বিষয়টি আমরা তদন্ত করে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাটগাঁ নিউজ/এসবিএন